ঘা

পীযূষকান্তি বিশ্বাস

যা কিছু জীবন
যা কিছু কবিতা
মাটির কাছাকাছি এসে সবুজ হতে চায়
সমতলে নেমে আসে শিকড়ে, কাণ্ডে, শাখায়
ফলফলিয়ে বেড়ে ওঠা, তারপর
বাকল ছেড়ে বেরিয়ে এসে একদিন
নিজেকে সিঙ্গল ঘোষনা করা
যাপনের এমনই একটা ইতিহাস
জীবন থেকে যাত্রা ঝরে গেলে মাটি কঁকিয়ে ওঠে
নিঃশ্বাস থেকে তৃপ্তি ঝরে যায়
নির্জন পাহাড়ের চুড়ায় এসে ডানা গুটিয়ে বসে
এককালের জাঁবাজ বৃদ্ধ বাজপাখি দম্পতি !
ফেলে রেখে আসা সেইসব দুর্বার ডানার দৌরাত্ম
ছোঁ মেরে তুলে নেওয়া দোয়েল শালিক
ঝরে যাওয়া পালক থেকে
সেই সব সবুজেরা হেমন্ত পার হয়ে
শুকনা কাঠ হয়ে যায়
যা কিছু যাপন
যা কিছু গদ্য
খুঁচিয়ে কাঁচা করে নাও ঘা ,
চুলকিয়ে নাও নখবৃন্তে
কাঠ ফুঁড়ে
যদি কোন কুড়ি ফুটে আসে ।

ফেসবুক মন্তব্য